মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক
নতুন পোশাক নতুন সাঁজ নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি
নতুন আশা নতুন প্রান , নতুন সুরে নতুন গান । নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো
নববর্ষের এই নবীন প্রভাতে, প্রাণে জাগুক নব নব আশা। শুভ নববর্ষে আজিকে সবাই, নিও মোর প্রীতি ও ভালবাসা।
পাতা ঝরে আবার ধরে গাছ-গাছালির ঐশাখে
মান অপমান হয় অবসান নতুন করে বৈশাখে।
আরও পড়ুনঃ